Skip to content

ভাববাদী ঈসা আল মসীহর (পিবিইউএইচ) প্রকৃতির উপরে কর্তৃত্ব

সুরাহ আধ-ধারিয়াত (সুরাহ 51 – ঝাড়াই করা বাতাস) বর্ণনা করে কিভাবে ভাববাদী মশিকে পিবিইউএইচ ফরৌণের কাছে পাঠানো হয়েছিল

 এবং নিদর্শন রয়েছে মূসার বৃত্তান্তে; যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে প্রেরণ করেছিলাম।

সুরাহ আধ-ধারিয়াত 51:38

ভাববাদী মশি লোহিত সাগরের বিভাজন সহ প্রকৃতির উপরে তার অলৌকিক ক্ষমতার দ্বারা তার কর্তৃত্বকে প্রকাশ করলেন বা দেখালেন I যখনই কেউ একজন ভাববাদী বলে দাবি করে (যেমন মশি করলেন) তাকে বিরোধিতার সম্মুখীন করতে হয়েছিল এবং প্রমান করতে হয়েছিল যে তিনি একজন ভাববাদী হওয়ার ভরসার যোগ্য ছিলেন I সুরাহ আশ-সু’আরা (সুরাহ 26-কবি সমূহ) হিসাবে নমুনাটিকে লক্ষ্য করুন যা প্রত্যাখ্যান এবং প্রমাণের এই চক্রকে বর্ণনা করে যার মধ্য দিয়ে ভাববাদীদের যেতে হয়েছে I

নূহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে।যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই?আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক। 

সুরাহ আশ-সু’আরা 26:105-107

 আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেনঃ তোমাদের কি ভয় নেই?আমি তোমাদের বিশ্বস্ত রসূল।অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।

সুরাহ আশ-সু’আরা 26:123-126

সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।যখন তাদের ভাই সালেহ, তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না?আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। 

সুরাহ আশ-সু’আরা 26:141-144

 লূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।যখন তাদের ভাই লূত তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না ?আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।

সুরাহ আশ-সু’আরা 26:160-163

বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।যখন শো’আয়ব তাদের কে বললেন, তোমরা কি ভয় কর না?আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।

সুরাহ আশ-সু’আরা 26:176-179

এই ভাববাদীরা সকলে প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছিল এবং এটি তাদের বোঝ ছিল প্রমাণ করা যে তারা ভরসার যোগ্য ভাববাদী ছিলেন I ভাববাদী ঈসা আল মসীহর পক্ষেও এটি সত্য ছিল I

ভাববাদী ঈসা আল মসীহর (পবিইউএইচ) কাছে ‘একটি বাক্যের সাহায্যে’ শিক্ষাদান এবং নিরাময়ের কর্তৃত্ব ছিল I তার কাছে প্রকৃতির উপরেও কর্তৃত্ব  ছিল I ইঞ্জিল লিপিবদ্ধ করে কিভাবে তিনি তার শিষ্যদের সাথে হ্রদকে অতিক্রম করেছিলেন যা তাদেরকে ‘ভয় এবং আশ্চর্যে’ পরিপূর্ণ করেছিল I এখানে বিবরণটি রয়েছে:

  22 সেই সময় একদিন যীশু তাঁর শিষ্যদের সঙ্গে নিয়ে একটি নৌকায় উঠলেন৷ তিনি তাঁদের বললেন, ‘চল, আমরা হ্রদের ওপারে যাই৷’ তাঁরা রওনা দিলেন৷
23 নৌকা চলতে থাকলে যীশু নৌকার মধ্যে ঘুমিয়ে পড়লেন৷হ্রদের মধ্যে হঠাত্ ঝড় উঠল আর তাঁদের নৌকাটি জলে ভর্তি হয়ে য়েতে লাগল, এতে তাঁরা খুবই বিপদে পড়লেন৷
24 তখন শিষ্যরা যীশুর কাছে এসে তাঁকে জাগিয়ে তুলে বললেন, ‘গুরু! গুরু! আমরা য়ে সত্যিই ডুবতে বসেছি৷তখন যীশু উঠে ঝোড়ো বাতাস ও তুফানকে ধমক দিলেন৷ সঙ্গে সঙ্গে ঝড় ও তুফান থেমে গেল, আর সব কিছু শান্ত হোল৷
25 তখন যীশু তাঁর অনুগামীদের বললেন, ‘তোমাদের বিশ্বাস কোথায়?’কিন্তু তাঁরা ভয় ও বিস্ময়ে বিহ্বল হয়ে গিয়েছিলেন৷ তাঁরা পরস্পর বলাবলি করতে লাগলেন, ‘ইনি কে য়ে ঝড় এবং সমুদ্রকে হুকুম করেন আর তারা তাঁর কথা শোনে!’

লুক 8:22-25

ঈসা আল মসীহর বাক্য এমনকি বাতাস এবং ঢেউদের নির্দেশ দিত! আশ্চর্যের কিছু ছিল না তার সাথী শিষ্যরা ভয়ে পরিপূর্ণ হত I নির্দেশ দেওয়ার এই ধরণের কর্তৃত্ব তাদেরকে অবাক করত যে তিনি কে ছিলেন I অন্য আর একটি ঘটনায় যখন তিনি সহস্রাধিক লোকেদের সঙ্গে ছিলেন তিনি অনুরূপ কর্তৃত্বকে দেখালেন I এই সময় তিনি বাতাস এবং ঢেউকে নির্দেশ দেন নি – কিন্তু  খাদ্যকে I এখানে বিবরণটি রয়েছে:

  রপর যীশু গালীল হ্রদের অপর পারে গেলেন, এই হ্রদকে তিবিরিযাও বলে৷
2 বহু লোক তাঁর পেছনে পেছনে চলতে লাগল, কারণ রোগীদের সুস্থ করতে তিনি য়ে সব অলৌকিক চিহ্ন করতেন তা তারা দেখেছিল৷
3 যীশু এবং তাঁর শিষ্যরা পাহাড়ের উপরে গিয়ে সেখানে বসলেন৷
4 সেই সময় ইহুদীদের নিস্তারপর্ব এগিয়ে আসছিল৷
5 যীশু যখন দেখলেন বহু লোক তাঁর কাছে আসছে তখন তিনি ফিলিপকে বললেন, ‘এই লোকেদের খেতে দেবার জন্য আমরা কোথায় রুটি কিনতে পাব?’
6 যীশু তাঁকে পরীক্ষা করবার জন্যই একথা বললেন, কারণ যীশু কি করবেন তা তিনি আগেই জানতেন৷

যোহন 6:1-15

যখন লোকেরা দেখল যে ঈসা আল মসীহ (পিবিইউএইচ) খাদ্যকে বহুগুণিত করতে পারে যাতে পাঁচটি রুটি ও দুটি মাছের সাহায্যে 5000 মানুষদের খাওয়াতে পারে এবং তখনও পড়ে থাকা গুঁড়ো-গাঁড়া সরবরাহ করতে পারে তখন তারা জানলো যে তিনি একজন অন্যন্য ভাববাদী ছিলেন I তারা অবাক হ’ল তিনি সেই ভাববাদী কিনা যার সম্বন্ধে মশির (পিবিইউএইচ) তৌরাত দীর্ঘ সময় পূর্বে ভবিষ্যদ্বাণী করেছিল তিনি আসবেন I

  18 আমি তাদের কাছে তোমার মতোই একজন ভাববাদী পাঠাব| এই ভাববাদী তাদের লোকদের মধ্যেই একজন হবে| সে য়ে কথা অবশ্যই বলবে সেটা আমি তাকে বলে দেব| আমি যা আদেশ করি তার সমস্ত কিছু সে লোকদের বলবে|
19 এই ভাববাদী আমার জন্যই বলবে এবং যখন সে কথা বলবে, যদি কোন ব্যক্তি আমার আদেশ না শোনে তাহলে আমি সেই ব্যক্তিকে শাস্তি দেব|’

দ্বিতীয় বিবরণ 18:18-19

এই ভাববাদীর চিহ্ন ছিল যে আল্লাহ এই ভাববাদীর ‘মুখে তার বিশেষ বাক্য সমূহ’ রাখবেন I মানুষের বাণী থেকে আল্লাহর বাণীকে কি আলাদা করে? উত্তরটিকে নিম্নলিখিত আয়াতের মধ্যে পুনরুক্তি করা হয়েছে যা সুরাহ আন-নাহল (সুরাহ 16 – মৌমাছিটি) দিয়ে শুরু হয়েছে:

 আমি যখন কোন কিছু করার ইচ্ছা করি; তখন তাকে কেবল এতটুকুই বলি যে, হয়ে যাও,। সুতরাং তা হয়ে যায়।

আন-নাহল 16:40

 নিশ্চয় যখন তিনি কোন জিনিসের ইচ্ছা করেন তখন তাঁর আদেশ হ’ল “হও” এবং তা হয়!

য়া-সিন 36:82

তিনিই জীবিত করেন এবং মৃত্যু দেন। যখন তিনি কোন কাজের আদেশ করেন, তখন একথাই বলেন, হয়ে যা’-তা হয়ে যায়। 

গাফির 40:68

ভাববাদী ঈসা আল মসীহ (পিবিইউএইচ) ‘কেবলমাত্র একটি বাক্যের সাহায্যে’ রোগ সমূহের নিরাময় করেন এবং দুষ্ট আত্মাদের বের করেন I এখন আমরা দেখি যে তিনি একটি কথা বলেন এবং বাতাস ও ঢেউ মান্য করে I তারপরে তিনি কথা বলেন এবং রুটি বহুগুণিত হয় I তৌরাত এবং কুররানের মধ্যে এই চিহ্ন গুলো ব্যাখ্যা করে কেন ঈসা আল মসীহ যখন কথা বলেন তখন তা সম্ভব হয় – কেননা তার কাছে কর্তৃত্ব ছিল I তিনি মসীহ ছিলেন!

বুঝতে পারার হৃদয়

কিন্তু শিষ্যরা নিজেরা এইটি বুঝতে এক কঠিন সময় নিয়েছিল I তারা রুটির বহুগুণিত করার তাত্পর্যকে বুঝতে পারে নি I আমরা এটি জানি কারণ ইঞ্জিল 5000কে খাওয়ানোর ঠিক পরে তাকে লিপিবদ্ধ করে যে:

  45 পরে তিনি তাঁর শিষ্যদের নৌকায় উঠে তাঁর আগে ওপারে বৈত্‌সৈদাতে পৌঁছাতে বললেন, সেইসময় তিনি লোকেদের বিদায় দিচ্ছিলেন৷
46 লোকেদের বিদায় করে তিনি প্রার্থনা করবার জন্য পাহাড়ে চলে গেলেন৷
47 সন্ধ্যাকালে নৌকাটিহ্রদের মাঝখানে ছিল এবং তিনি একা ডাঙ্গায় ছিলেন৷
48 তিনি দেখলেন য়ে শিষ্যরা বাতাসের বিরুদ্ধে খুব কষ্টের সঙ্গে দাঁড় টেনে চলেছেন৷ খুব ভোর বেলা প্রায় তিনটে ও ছটার মধ্যে তিনি হ্রদের জলের উপর দিয়ে হেঁটে তাদের কাছে এলেন৷ তিনি তাঁদের পাশ কাটিয়ে এগিয়ে য়েতে চাইলেন৷
49 কিন্তু হ্রদের উপর দিয়ে তাঁকে হাঁটতে দেখে তাঁরা ভাবলেন ভূত, আর এই ভেবে তাঁরা চেঁচিয়ে উঠলেন৷
50 কারণ তাঁরা সকলেই তাঁকে দেখে ভয় পেয়েছিলেন; কিন্তু যীশু সঙ্গে সঙ্গে তাঁদের বললেন, ‘সাহস করো ! ভয় করো না, এতো আমি!’
51 পরে তিনি তাদের নৌকায় উঠলে ঝড় থেমে গেল৷ তাতে তাঁরা আশ্চর্য হয়ে গেলেন৷
52 কারণ এর আগে তাঁরা পাঁচটা রুটির ঘটনার অর্থ বুঝতে পারেন নি, তাঁদের মন কঠোর হয়ে পড়েছিল৷
53 পরে তাঁরা ্ব্রদ পার হয়ে গিনেষরত্ প্রদেশে এসে নৌকা বাঁধলেন৷
54 তিনি নৌকা থেকে নামলে লোকরা তাঁকে চিনে ফেলল৷
55 তারা ঐ এলাকার সমস্ত অঞ্চলে চারদিকে দৌড়াদৌড়ি করে অসুস্থ লোকদের খাটিযা করে তাঁর কাছে নিয়ে আসতে লাগল৷
56 গ্রামে, শহরে বা পাড়ায় য়েখানে তিনি য়েতেন, সেখানে লোকেরা অসুস্থ রোগীদের এনে বাজারের মধ্যে জড়ো করত৷ তারা মিনতি করত য়েন শুধু যীশুর কাপড়ের ঝালর স্পর্শ করতে পারে৷ আর যাঁরা তাঁর কাপড় স্পর্শ করত তারা সকলেই সুস্থ হয়ে য়েত৷

মার্ক 6:45-56

পুনরায়, ভাববাদী ঈসা আল মসীহ কর্তৃত্বের একটি বাক্য বললেন এবং তা সত্য হ’ল I কিন্তু শিষ্যরা ‘বুঝতে পারল না’ I তাদের না বুঝতে পারার কারণ ছিল না যে তারা বুদ্ধিমান ছিল না; এটি কারণ ছিল না যে তারা সেখানে ছিল না; না কারণ ছিল যে তারা মন্দ শিষ্য ছিল; নাতো তারা অবিশ্বাসী ছিল I না, এটি বলে যে তাদের ‘হৃদয় কঠোর ছিল’ I ভাববাদী যিরমিয় (পিবিইউএইচ) ভবিষ্যদ্বাণী করেছিলেন যে একটি নতুন নিয়ম আসতে চলেছে – সাথে ব্যবস্থাকে আমাদের হৃদয়ের মধ্যে লেখা হতে যাচ্ছে I যতক্ষণ না সেই নিয়ম কাউকে পরিবর্তন করছে ততক্ষণ তাদের হৃদয় কঠোর থাকছে – এমনকি ভাববাদীর ঘনিষ্ট অনুগামীদের হৃদয়ও! এবং আমাদের নিজস্ব কঠোর হৃদয়ও আমাদেরকে  ভাববাদীদের দ্বারা প্রকাশিত আত্মিক সত্যকে বুঝতে বিরত রাখে I

এই জন্যই ভাববাদী যাহায়ার (পিবিইউএইচ) প্রস্তুতকারী কার্য এতটা বেশি গুরুত্বপূর্ণ I তিনি লোকেদের আহ্বান করলেন এটিকে লুকিয়ে রাখার পরিবর্তে তাদের পাপের জন্য অনুতাপ করতে I যদি ঈসা আল মসীহর শিষ্যদের কঠোর হৃদয় ছিল এবং তাদের প্রয়োজন ছিল অনুতাপ করার এবং পাপ স্বীকার করার তবে আপনার এবং আমার জন্য তা কতটা অধিক প্রয়োজন হবে! হয়ত আপনি আমার সঙ্গে আল্লাহর কাছে আপনার হৃদয়ের নীরব প্রার্থনায় যোগ দেবেন (তিনি এমনকি আমাদের চিন্তাধারা জানেন তাই আমরা শুধুমাত্র ভেবে প্রার্থনা করতে পারি) দায়ূদের (পিবিইউএইচ) দ্বারা প্রদত্ত স্বীকারোক্তির মধ্যে: 

 পনার মহান প্রেমময় দয়ার জন্য এবং আপনার মহান করুণা দিয়ে আমার সমস্ত পাপসমূহ ধুয়ে মুছে দিন!4 য়ে সব কাজকে আপনি গর্হিত বলেন, সেই সব কাজই আমি করেছি| ঈশ্বর আপনিই সেই ‘পরম এক’ যার বিরুদ্ধে আমি পাপ করেছি| এইসব কথা আমি স্বীকার করেছি যাতে মানুষ বোঝে আমি ভুল কিন্তু আপনি সঠিক| আপনার সব সিদ্ধান্ত যথায়থ নিরপেক্ষ|10 ঈশ্বর আমার মধ্যে বিশুদ্ধ হৃদয় সৃষ্টি করুন! আমার আত্মাকে আবার শক্তিশালী করুন!12 আপনার সাহায্য আমাকে প্রচণ্ড সুখী করেছে! সেই আনন্দ আবার আমায় ফিরিয়ে দিন| আপনার নির্দেশ মান্য করার জন্য, আমার আত্মাকে শক্তিশালী করে দিন|

গীতসংহিতা 51:1-4, 10-12

আমি এটি প্রার্থনা করি এবং আমি এছাড়াও আপনাকে তা করতে উৎসহিত করি যে ভাববাদীদের বার্তা সমূহ নরম এবং খাঁটি হৃদয়ের দ্বারা বুঝতে পারা যাবে আমাদের ইঞ্জিলের মধ্য দিয়ে চলার সাথে সাথে I   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *