Skip to content

দিন 5 – মসীহকে আঘাত করতে শয়তান নেমে এল

নবী ঈসা আল মসীহ পিবিইউএইচ তাঁর শেষ সপ্তাহের চতুর্থ দিনে তাঁর প্রত্যাবর্তন সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করলেন I ইঞ্জিল তখন বিবরণ দিল কিভাবে ধর্মীয় নেতারা তাঁকে গ্রেফতার করতে চাইল I শয়তান (বা ইবলিস) এটিকে একটি উপায় হিসাবে নবীকে আঘাত করতে ব্যবহার করল – তার প্রকাশ্য   শত্রুকে I কিভাবে হল এটিকে লিপিবদ্ধ করা হয়েছে I   

  ই সময় খামিরবিহীন রুটির পর্ব এগিয়ে এলে, এই পর্বকে নিস্তারপর্ব বলা হত৷
2 এদিকে প্রধান যাজকরা ও ব্যবস্থার শিক্ষকরা যীশুকে হত্যা করার উপায় খুঁজতে লাগল, কারণ তারা লোকদের ভয় করত৷
3 এই সময় যিহূদা, য়ে ছিল বারো জন প্রেরিতের মধ্যে একজন, যাকে যিহূদা ঈষ্ক রিযোতীয় বলা হত তার অন্তরে শয়তান ঢুকল৷
4 যিহূদা কেমন করে যীশুকে ধরিয়ে দেবে সে বিষয়ে পরামর্শ করতে প্রধান যাজকদের ও মন্দিরের রক্ষীবাহিনীর পদস্থ কর্মচারীদের কাছে গেল৷
5 তারা যিহূদার কথা শুনে খুবই খুশী হয়ে তাকে এর জন্য টাকা দিতে রাজী হল৷
6 যিহূদাও সম্মত হয়ে যখন লোকের ভীড় থাকবে না সেই সময় যীশুকে ধরিয়ে দেবার সুয়োগ খুঁজতে লাগল৷

লুক 22:1-6

আমরা দেখি যে শতান/শয়তান নবীকে বিশ্বাসঘাত করার জন্য এই দ্বন্দের সুযোগটিকে  যুদাসের ভেতরে ‘প্রবেশ’ করতে নিয়েছিল I সুরা ফাতির (সুরা 35 – প্রবর্তক) এবং সুরা ইয়া-সিন (সুরা 36 – আর নেই) শয়তানের সম্বন্ধে বলে যে: 

बेशक शैतान तुम्हारा दुश्मन है तो तुम भी उसे अपना दुशमन बनाए रहो वह तो अपने गिरोह को बस इसलिए बुलाता है कि वह लोग (सब के सब) जहन्नुमी बन जाएँ()

সুরা ফাতির 35:6

হে বনী-আদম! আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে, শয়তানের এবাদত করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু?এবং আমার এবাদত কর। এটাই সরল পথ।শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে। তবুও কি তোমরা বুঝনি?

সূরা ইয়া-সিন 36: 60-62

ইঞ্জিলের শেষভাগে, শয়তানকে এক দর্শনের মধ্যে বর্ণনা করা হয়েছে:

7 এরপর স্বর্গে এক যুদ্ধ বেধে গেল৷ মীখায়েল ও তার অধীনে অন্যান্য স্বর্গদূতরা সেই নাগের সঙ্গে যুদ্ধ করল৷ সেই নাগও তার অপদূতদের সঙ্গে নিয়ে যুদ্ধ করতে লাগল;
8 কিন্তু সাপ যথেষ্ট শক্তিশালী ছিল না, তাই তারা স্বর্গের স্থান হারালো৷
9 সেই বিরাট নাগকে স্বর্গ থেকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হল৷ এই বিরাট নাগ হল সেই পুরানো নাগ যাকে দিয়াবল বা শয়তান বলা হয়, সে সমগ্র জগতকে ভ্রান্ত পথে নিয়ে যায়৷ সেই নাগ ও তার সঙ্গী অপদূতদের পৃথিবীতে ছুঁড়ে ফেলা হল৷

প্রকাশিত বাক্য 12:7-9

শয়তান আপনারও প্রকাশ্য শত্রু, যথেষ্ট ধূর্ততার সাথে সম্পূর্ণ জগতকে বিপথগামী করার এক শক্তিশালী ড্রাগন রূপে চিত্রিত করা হয়েছে I এই শত্রু, যেমন হজরত অদামের সাথে উদ্যানের মধ্যে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, নবী ঈসা আল মসীহকে পিবিইউএইচ ধ্বংস করতে যুদার নিয়ন্রণ নিয়েছিল I ইঞ্জিল যেরকম লিপিবদ্ধ করে:    

  16 সেই মুহূর্ত্ত থেকেই যিহূদা তাঁকে ধরিয়ে দেবার সুয়োগ খুঁজতে লাগল৷

মথি 26:16

পরের দিন – দিন 6 – নিস্তারপর্বের উৎসব ছিল যাকে নবী মশি পিবিইউ এইচ 1500 বছর পূর্বে শুরু করেছিলেন I কিভাবে শয়তান, যুদার মাধ্যমে, এই পবিত্র দিনে তার সুযোগ খুঁজে পেল? আমরা এটিকে পরে দেখব I

দিন 5 সারাংশ

কালপঞ্জি দেখায় কিভাবে বিশাল ড্রাগন, শয়তান, এই সপ্তাহের পঞ্চম দিনে, তার সবথেকে বড় শত্রুকে আঘাত করতে অগ্রসর হল – নবী ঈসা আল মসীহকে পিবিইউএইচ I

শয়তান, বিশাল ড্রাগন নবী ঈসা আল মসীহকে আঘাত করতে যুদার মধ্যে প্রবেশ করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *